বাংলাদেশের দরশনীয় স্থান সমূহ - সাইফ টেকটিউন্স ব্লগ

আপনার শিশুকে স্কুলে পাঠান

Breaking Tips

Tuesday, September 2, 2014

বাংলাদেশের দরশনীয় স্থান সমূহ

♦রামসাগরঃ
দিনাজপুর শহর থেকে ৮ কিঃ মিঃ দক্ষিণ-পূরবে অবস্থিত একটি বিরাট দিঘি। বিশাল আয়তনের জন্য এ দিঘিটি'র তিনদিকে বনানঞ্চলে ঘেরা। খুব সম্ভবত পাল আমলে দিঘিটি খনন করা হয়। পরযটকদের এই দিঘি যতেষ্ট পরিমানে আকরষন করছে। এখানে একটি রেস্ট হাউজ রয়েছে।

♦ময়নামতিঃ
কুমিল্লা শহর থেকে ৮ কিঃ মিঃ পশ্চিমে অবস্থিত এই এলাকাটিতে অষ্টম পঞ্চাশটির বেশী নিদরশন বিদ্যমান। এখানে প্রাপ্ত প্রত্নতাত্ত্বিক নিদরশনের জন্য একটি সমৃব্দ যাদুঘরগড়ে উঠেছেএ মৃত্তিকা দ্বারা গঠিত ছোট ছোট পাহাড় স মৃদব্দ এগারো মাইল বিস্তৃত এই এলাকাটি বাংলাদেশের উল্লেখযোগ্য প্রত্নতাত্ত্বিক স্থানগুলোর অন্যতম।

No comments:

Post a Comment

Post Bottom Ad

Responsive Ads Here

Pages