এক ক্লিকে একাধিক ফোল্ডার তৈরি করুন। - সাইফ টেকটিউন্স ব্লগ

আপনার শিশুকে স্কুলে পাঠান

Breaking Tips

Saturday, November 15, 2014

এক ক্লিকে একাধিক ফোল্ডার তৈরি করুন।

আস্সালামু ওয়ালাইকুম ।প্রিয় আইডিয়া বাজ বন্ধুরা । আশাকরি সবাই ভাল আছেন ।  আজ আমি আপনাদের দেখাব কিভাবে Notepad দিয়ে এক ক্লিক এ একাধিক ফোল্ডার  তৈরি করতে হয় ।জরুরি প্রয়োজনে অনেক সময় কম্পিউটারে একসঙ্গে অনেক ফোল্ডার তৈরি করতে হয় । উইন্ডোজ ব্যবহারকারীরা চাইলে এক ক্লিকেই একাধিক ফোল্ডার তৈরী করতে পারেন । এজন্য Start Manu  তে  গিয়ে All Programs থেকে Notepad টি  open  করতে হবে । এবার নিচের সংকেতটি ( কোড )নোটপ্যাডে লিখুন :MD Tech Tunes Like Friend Family This Text Document Batch Programingএরপর File-Save as থেকে নোটপ্যাডটি Create Folder.bat নামে সেভ করুন ।খেয়াল করুন, Create folder নামে একটি আলাদা ফাইল তৈরি হয়েছে ।এই ফাইল এ ডাবল ক্লিক করলেই একসঙ্গে ১০ টি ফোল্ডার তৈরি হয়ে যাবে ।লক্ষ্য করুন, নোটপ্যাড এর কোডে যে নাম গুলো দিয়েছিলাম সে নামেই ফোল্ডার তৈরিহয়েছে । ইচ্ছে করলে আপনারা নিজের পছন্দমতো নাম নোটপ্যাড এ স্পেস দিয়ে লিখে যত খুশি তত ফোল্ডার বানাতে পারবেন । তবে সংকেত শুরুতে MD অবশ্যই লিখতে হবে । আশা করি এই সহজ কাজটি সবাই বুঝতে পেরেছেন । ভুল-ভ্রান্তি ক্ষমার দৃষ্টিতে দেখবেন ।ধন্যবাদ সবাইকে ।

No comments:

Post a Comment

Post Bottom Ad

Responsive Ads Here

Pages