ব্লগপোস্টে টেমপ্লেট আপলোডকরতে সমস্যা হচ্ছে তাহলে এদিকে আসুন। - সাইফ টেকটিউন্স ব্লগ

আপনার শিশুকে স্কুলে পাঠান

Breaking Tips

Saturday, February 28, 2015

ব্লগপোস্টে টেমপ্লেট আপলোডকরতে সমস্যা হচ্ছে তাহলে এদিকে আসুন।

আমি খুব একটা বেশী কথা আজকে বলব
না প্রথমেই বলে দেই এই টিউনটি কাদের
জন্যঃ যাদের ব্লগপোস্টে ব্লগ
আছে এবং কোন টেমপ্লেট ডাউনলোড
করেছেন কিন্তু Xml অপলোড
হচ্ছে না বা কোন Error Show করছে।

টেক টিউনস এ কেউ টেমপ্লেট
নিয়ে টিউন করলেই এই
সমস্যা নিয়ে টিউমেন্ট দেখি
সমাধান খুবই সহজঃ
আপনার ডাউনলোড করা xml file
টাকে txt করে open করুন
তারপর Ctrl+A টিপে Select all করুন
তারপর Ctrl+C টিপে Copy করুন
এবার www.blogger.com এ
গিয়ে আপনার ব্লগ Select করুুন
এখান থেকে Template select করুন
তারপর Html Edit এ ক্লিক করুন
এইবার যত লেখা আসবে সব
Select করে মুছে দিন
এইবার এইখানে Ctrl+V
লিখে আপনার আগের
কপি করা Xml এর ভেতরের সব
কিছু Pest করুন
এইবার template Save করুন
আর আপনার ব্লগে গিয় দেখেন
কাজ শেষ
হয়ে গেছে মানে template
সেট হয়ে গিয়েছে

No comments:

Post a Comment

Post Bottom Ad

Responsive Ads Here

Pages