ইমেইল
এ্যাকাউন্ট মুছে
ফেলা
ইন্টারনেট ব্যবহার করেন অথচ ই-
মেইল ঠিকানা নেই এমন মানুষ
খুঁজে পাওয়া যাবে না। আর
ইমেইল ব্যবহারকারীরর
বেশীরভাগই বিনামূল্যে ই-
মেইল সেবা ব্যবহার করেন। এর
মধ্যে উল্লেখ্যযোগ্য
ইয়াহু!, ইটমেইল, জিমেইল
ইত্যাদি। এসব সাইটে
এ্যাকাউন্ট খুললে ই‑মেইল
সেবার পাশাপাশি অনান্য
সেবাও পাওয়া যাবে।
বিনামূল্যে হওয়াতে অনেক
সময় অপ্রয়োজনেও আমরা
এ্যাকাউন্ট খুলে থাকি।
কিন্তু আমরা কজনেই বা ইমেইল
ঠিকানা বা এ্যাকাউন্ট মুছতে
পারি। আমরা এখন এ্যাকাউন্ট
মুছে ফেলার পদ্ধতি শিখবো।
ইয়াহু!: ইয়াহু!এর এ্যাকাউন্ট
মুছতে হলে প্রথমে https://
edit.yahoo.com/config/
delete_user ঠিকানাতে যান
এবং এবার ইউজারের নাম ও
পাসওয়ার্ড দিয়ে লগইন করুন।
এরপর নিচে পুনরায় পাসওয়ার্ড
দিয়ে (YES) Terminate
this বাটনে ক্লিক করলে ইয়াহু!
একাউন্ট মুছে যাবে।
হটমেইল: প্রথমে হটমেইল
এ্যাকাউন্টে লগইন করুন। এবার
উপরের ডান
দিকের Help বাটনে ক্লিক করুন
এবং search অংশে Close
Account লিখে সার্চ করুন। এবার
সার্চে আসা ফলাফল
থেকে Close Your
Account লিংকে ক্লিক করুন
এবং পরবর্তী অংশ থেকে Close
Account বাটনে ক্লিক করলে
এ্যাকাউন্ট মুছে হবে।
হটমেইল: প্রথমে হটমেইল
এ্যাকাউন্টে লগইন করুন। এবার
উপরের ডান
দিকের Help বাটনে ক্লিক করুন
এবং search অংশে Close
Account লিখে সার্চ করুন। এবার
সার্চে আসা ফলাফল
থেকে Close Your
Account লিংকে ক্লিক করুন
এবং পরবর্তী অংশ থেকে Close
Account বাটনে ক্লিক করলে
এ্যাকাউন্ট মুছে হবে।
জিমেইল: জিমেইল
এ্যাকাউন্ট বন্ধ করতে হলে
প্রথমে লগইন করতে হবে। এরপর
উপরের ডান
দিকের Settings লিংকে ক্লিক
করুন। এরপর ট্যাবে Accounts ক্লিক
করে Google Account settings ক্লিক
করুন। এরপর ডান দিকের Edit next
to My services -এ ক্লিক করে Delete
Gmail Service ক্লিক করলে
এ্যাকাউন্ট মুছে যাবে।
তবে এ্যাকাউন্ট মুছে ফেলার
আগে প্রয়োজনীয় তথ্য ব্যাকআপ
করে নিতে হবে। এ্যাকাউন্ট
মুছে ফেললে সকল তথ্যই মুছে
যাবে, মুছে যাওয়া ফাইল
কোন ভাবেই পূনরোদ্ধার করা
যাবে না এবং উক্ত নামে অন্য
কেউ এ্যাকাউন্ট খুলতে
পারবে।
Tuesday, July 14, 2015
ইমেইল এ্যাকাউন্ট মুছে ফেলা
Tags
# E-mail
Share This
About Md. Billal Hossain Saif
E-mail
Labels:
E-mail
Subscribe to:
Post Comments (Atom)
Post Bottom Ad
Responsive Ads Here
Author Details
Templatesyard is a blogger resources site is a provider of high quality blogger template with premium looking layout and robust design. The main mission of templatesyard is to provide the best quality blogger templates which are professionally designed and perfectlly seo optimized to deliver best result for your blog.
No comments:
Post a Comment