কি ভাবে পেন ড্রাইভের Write Protectionরিমুভ করবেন । - সাইফ টেকটিউন্স ব্লগ

আপনার শিশুকে স্কুলে পাঠান

Breaking Tips

Saturday, February 28, 2015

কি ভাবে পেন ড্রাইভের Write Protectionরিমুভ করবেন ।

আসসালামু আলাইকুম । কেমন আছেন
সবাই ? আশা করি ভালই আছেন । আজ
আমি আপনাদের
দেখাতে চলেছি কি করে পেন
ড্রাইভের রাইট প্রটেকশন দূর করা যায় ।

সবার প্রথমে পেন ড্রাইভটি আপনার
কম্পিউটারে সংযুক্ত করুন।
এরপর Win Key + R চেপে রান কমান্ড
নিয়ে আসুন। রান কমান্ডে regedit
লিখে regedit.exe নিয়ে আসুন।
এখন regedit থেকে \Computer
\HKEY_LOCAL_MACHINE\SYSTEM
\CurrentControlSet\Control\StorageDevicePolicies\
এর ভেতরে যান। ডান পাশে দেখবেন
(Default) এবং WriteProtect নামে দুইটা ফাইল
আছে। যদি WriteProtect নামে কোন ফাইল
না থাকে তবে ডান
পাশে ফাকা জায়গায় মাউসের রাইট
বাটন ক্লিক করে New >> DWORD (32-bit) value
থেকে নতুন একটা ফাইল তৈরি করুন
এবং নাম দিন WriteProtect
এখন ঐ WriteProtect ফাইল ডাবল ক্লিক
করে Value Data তে মান 0 করে দিন ।
যাদের কম্পিউটারে WriteProtect ফাইল
আগে থেকেই আছে তাদের WriteProtect
ফাইল তৈরি করার দরকার নাই।
তারা শুধু Value Data তে মান 0
করে দিলেই হবে।
দেখা হবে আরেক টিউনে আজকের মত
বিদায় ।

No comments:

Post a Comment

Post Bottom Ad

Responsive Ads Here

Pages